পদ্মা সেতুর নাম নদীর নামেই থাকবে : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণভবনে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ প্রধানমন্ত্রীর কাছে যাই। তিনি দুটি সামারি করেন। এর একটি হলো—উদ্বোধনের তারিখ, সেটি ২৫ জুন সকাল ১০টায়। আরেকটি হলো—পদ্মা সেতুর নাম। সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা নদীর নামেই রাখা হবে সেতুটির নাম।’

এর আগে কয়েকবার পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবি জানান দলটির নেতাকর্মীরা। তবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে রাজি হননি। আজ মঙ্গলবার এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা গেল।