পদ্মা সেতু উদ্বোধন নিয়ে সমালোচনার কিছু নেই : শামীম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আজ বৃহস্পতিবার বক্তব্য দেন শামীম ওসমান। ছবি : এনটিভি

পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশ নিয়ে অনেকেই সমালোচনা করছেন দাবি করে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘পদ্মা সেতুর কারণে অর্থনৈতিক ভিত্তিতে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট জিডিপি বেড়ে যাবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পাঁচ গুণীজনকে বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘অনেকেই সমালোচনা করছেন—একদিকে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, অন্যদিকে বন্যায় মানুষ ডুবে যাচ্ছে। বন্যার কারণে সরকার বসে নেই। সরকার জনগণের পাশে আছে। পদ্মা সেতুর উদ্বোধন হবে, পাশাপাশি বন্যার্তদের পাশে সরকারি-বেসরকারিভাবে সাহায্য পৌঁছে গেছে।’

এর আগে সংগীতে কণ্ঠশিল্পী শিপ্রা পোদ্দার, যন্ত্রসংগীতে অমিতাভ চক্রবর্তী, চলচ্চিত্রে বোরহান উদ্দিন রনি, সৃজনশীল গবেষণায় মুজিবুল হক কবীর ও লোকসংস্কৃতিতে লাল মিয়া বয়াতীকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা।