পদ্মা সেতু উদ্বোধন : ফরিদপুরে উৎসবের আমেজ

Looks like you've blocked notifications!
পদ্মা সেতু সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা শহরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তোরণ। ছবি : এনটিভি

আর কয়েক ঘণ্টা পরই উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। এই উদ্বোধনকে ঘিরে ফরিদপুরে নেওয়া হয়েছে দুই দিনব্যাপী নানা কর্মসূচি। জেলা শহরসহ মহাসড়কের বিভিন্নস্থানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তোরণ। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও শহরের কয়েকটি জায়গায় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. খায়ের মিয়ার ছবি সংবলিত তোরণ থেকে তাঁর ছবি কেটে ফেলায় শহরে উত্তেজনা বিরাজ করছে। 

ফরিদপুর জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, আগামীকাল ২৫ জুন ও ২৬ জুন এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেলে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। 

পরেদিন পদ্মা সেতু নিয়ে কবিতা, গল্প ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলেও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, বাঙালি জাতির অহংকার এই পদ্মা সেতু। আর এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব পালনের জন্য ফরিদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুই দিনব্যাপী প্রস্তুতি নেওয়া হয়েছে । 

দীপক কুমার রায় বলেন, ‘উদ্বোধনের প্রথম দিনে সকালে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হবে। শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে শোভাযাত্রাটি বের হবে। পরে শেখ জামাল স্টেডিয়ামে সমবেত হবেন সবাই। সেখানে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখানো হবে। ফরিদপুরের স্টেডিয়ামে এ জন্য পদ্মা সেতুর একটি বড় রেপ্লিকা তৈরি করা হবে।’

দীপক জানান, পদ্মা সেতুর উদ্বোধনী উৎসবকে সফল করতে ফরিদপুরের রাজনীতিবিদ এবং কর্মকর্তাদের নিয়ে মিটিং করে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশ পদ্মা সেতু উদ্বোধনের উৎসবে যেভাবে মেতেছে, ফরিদপুরও সেই উৎসবে শামিল হতে সেভাবেই সেজেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ফরিদপুর আওয়ামী লীগের প্রবীণ নেতা বিপুল ঘোষ বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুর বর্ণিল ভাবে সেজেছে। ফরিদপুরের সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানার ভবনগুলো আলোকসজ্জা করে সাজিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিক এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই।’

বিপুল ঘোষ আরও  বলেন, ‘উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সফলভাবে সম্পন্ন করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে ফরিদপুরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

এদিকে, ফরিদপুর থেকে আওয়ামী লীগের উদ্যোগে কয়েক হাজার মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে।