পদ্মা সেতু ভবিষ্যতে আরও বড় কাজ করতে উৎসাহ দেবে : সেনাপ্রধান

Looks like you've blocked notifications!
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের বড় অর্জন। এটি ভবিষ্যতে বড় বড় কাজ করতে উৎসাহ দেবে।

আজ শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে সাংবাদিকদের কাছে সেনাপ্রধান এ প্রতিক্রিয়া জানান।

সেনাপ্রধান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পদ্মা সেতু ভবিষ্যতে আরও বড় বড় কাজ করতে উৎসাহ দেবে। একজন বাংলাদেশি আজ আমি সত্যিই গর্বিত। এমন অর্জন দেখতে পারা আল্লাহর বিশেষ রহমত বলে মনে করি।’

সেতুর জমকালো উদ্‌বোধন উপলক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পাড় সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।

এদিকে, পদ্মা সেতুর উদ্‌বোধনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি গোয়েন্দা সংস্থা।