পদ্মা সেতু সময়ের চাহিদা, বাহবা নেওয়ার কিছু নেই : মির্জা আব্বাস

Looks like you've blocked notifications!
সিলেটের জিন্দাবাজারে একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : এনটিভি

‘পদ্মা সেতু তৈরি ন্যাচারাল ও সময়ের চাহিদা, এতে বাহবা নেওয়ার কিছু নেই। যেখানে প্রধানমন্ত্রী টয়লেট নির্মাণে নয় কোটি টাকা ব্যয় করেছেন, সেখানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে বন্যার্তদের সঙ্গে ঠাট্টা করেছেন।’

সিলেটে যুবদলের ত্রাণ বিতরণ শেষে নগরীর জিন্দাবাজারে একটি হোটেলের হলরুমে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সিলেট জেলাবিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও যুবদলের নেতারা।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি নিপীড়িত অবস্থায় আছে ১৩ বছর ধরে। তারপরও দেশব্যাপী ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি।’

‘বন্যা প্রাকৃতিক দুর্যোগ, এবার ফারাক্কার ১৯ স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। সরকার আসামে ভয়বহ বন্যার বিষয়ে জানলেও কোনো আগাম ব্যবস্থা নেয়নি’ বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।