পরিবারের সদস্যদের বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে এক কিশোরী গৃহবধূকে (১৪) ধর্ষণ ও মারধর করার অভিযোগ উঠেছে। এতে প্রধান অভিযুক্ত মিরাজ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিরাজসহ চার যুবক ঘটনাটি ঘটিয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। তিনি চর নেয়ামত গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল রোববার গভীর রাতে গৃহবধূর বাবার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। আজ সকালে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মিরাজকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি তিন জন পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানায়, রাতে খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে একদল অজ্ঞাত লোক দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ওই গৃহবধূকে তিনজন ধরে রাখে এবং অপর একজন ধর্ষণ করেন। পরে তারা ওই গৃবধূকে মারধর করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গৃহবধূসহ পরিবারের লোকজনকে উদ্ধার করে। ভুক্তভোগীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ভুক্তভোগী নারীর বাবাকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।