পরীক্ষা দিয়ে বের হয়ে কেন্দ্রের ফটকে শিক্ষার্থী খুন, আটক ৪

Looks like you've blocked notifications!
মো. সিয়াম। ছবি : সংগৃহীত

কুমিল্লায় পরীক্ষা দিয়ে বের হয়ে কেন্দ্রের ফটকে ছুড়িকাঘাতের শিকার হন এক শিক্ষার্থী। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে জেলার তিতাস উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে। চার থেকে পাঁচজনের সংঘবদ্ধ কিশোর গ্যাং এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. সিয়াম। তাঁর বাড়ি মজিদপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামে।

জানা গেছে, পরীক্ষার কেন্দ্রর সামনে থেকে আহত সিয়ামকে উদ্ধার করে স্হায়ীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরে সিয়ামকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর অবস্থা খারাপ দেখে আবারও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে সিয়ামের মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’