পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৬ ফেরি, ‌ভোগান্তি ছাড়াই বাড়ি ফেরা

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। ছবি : এনটিভি

মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে আজ রোববারও ১৬টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।

পর্যাপ্ত ফেরি এবং নদী‌তে নাব্যতা সংকট না থাকায় পারাপারে ভোগান্তি নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

জিল্লুর রহমান জানান, ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পণ্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক আটকা থাকলেও ব্যক্তিগত ছোট ছোট গাড়ি ও বাসের চাপ নেই। প্রাইভেটকার বাস ঘাটে আসামাত্রই পার হয়ে যাচ্ছে, সে জন্যই এখা‌নে যাত্রী‌দের কোনো প্রকার ভোগান্তিও নেই।

এদিকে, আরিচা কাজীরহাট নৌরুটেও ফেরি চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে। অপর‌দি‌কে, এখা‌নে ৩৪টি লঞ্চ চলাচল করছে। লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।