পার্টির কথা বলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

রাজধানীর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ শুক্রবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

মোহাম্মদ মহসীন বলেন, ‘ভুক্তভোগী ওই ছাত্রীকে শিক্ষকের বাসায় পার্টির কথা বলে ডেকে নেওয়া হয়। তারপর সেখানে তাঁকে শ্লীলতাহানি করা হয়। ওই শিক্ষার্থীর এক সহপাঠী তাঁকে শিক্ষকের বাসায় ডেকে নিয়ে যান। আমরা ওই সহপাঠীকেও খুঁজছি।’

থানা সূত্রে জানা গেছে, কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক। গতকাল বৃহস্পতিবার রাতে মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে মোহাম্মদ মহসীন বলেন, বারবিকিউ পার্টির কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। ওই ফ্ল্যাটে প্রবেশ করামাত্রই শিক্ষক ছাত্রীকে ভেতরে টেনে নিয়ে শ্লীলতাহানি করেন।

ওসি বলেন, ‘পার্টির কথা বলে সহপাঠী যখন ভুক্তভোগী ছাত্রীকে শিক্ষকের বাসায় নিয়ে যান, তখন কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে ছাত্রীর কথাও বলিয়ে দেন সহপাঠী। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান ছাত্রী।’

‘পরে সহপাঠীর কথায় ছোট ভাইকে ভবনের নিচে থাকতে বলে তারা দুজন পঞ্চম তলায় অনিমেষের ফ্ল্যাটে যান। কিন্তু, ছাত্রী সেখানে গিয়ে দেখেন কোনো পার্টি নেই। এমনকি ঘরেও কেউ ছিল না।’