পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক সরকার : পার্বত্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বান্দরবানের রাজবিলায় উন্নয়ন কাজের উদ্বোধনের সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈসিংসহ অতিথিরা। ছবি : এনটিভি

পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উসৈসিং বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক এই সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব, উন্নয়নে বিশ্বাস করে। পাহাড়ের জনগোষ্ঠীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি এবং পর্যটনশিল্পের বিকাশে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে বান্দরবানের রাজবিলায় উন্নয়ন কাজের উদ্বোধনের সময় এ কথা বলেন বীর বাহাদুর উসৈসিং।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন করা উন্নয়ন কাজগুলো হচ্ছে—স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাকা ভবন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে আট কোটি টাকার ব্যয়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ।