পালিয়ে মৌলভীবাজার গিয়ে আটক ১৪ রোহিঙ্গা

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার সদর উপজেলায় আটক শিশুসহ ১৪ রোহিঙ্গা। ছবি : এনটিভি

মৌলভীবাজার সদর উপজেলায় শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। উপজেলার চুবরা এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ জুন রোববার কাজের সন্ধানে শরণার্থী শিবির থেকে পালিয়ে চট্টগ্রামে যায় ওই রোহিঙ্গারা। পরে সেখানে কোনো কাজ না পেয়ে পরদিন ২৮ জুন বাসে করে মৌলভীবাজার বাসস্ট্যান্ডে নামে তারা। মৌলভীবাজারে পৌঁছানোর পর তারা বিভিন্ন স্থানে কাজের সন্ধান করে। কিন্তু কোথাও কোনো কাজ পায়নি। পরে গতকাল শুক্রবার রাতে চুবরা এলাকা থেকে শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সন্দেহজনকভাবে ১৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে জানায়, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।