পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নজরখালী বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে পানি ঢুকতে থাকে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ায় নদ-নদীর পানি বাড়তে থাকে। সেই সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ শুরু হলে জেলার বিভিন্ন নদী ও হাওরের পানি বাড়তে থাকে। আজ শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে যায় এবং হাওরের পানি ঢুকতে থাকে।
এদিকে সময় মতো বাঁধের কাজ শেষ না হওয়া বিভিন্ন সংগঠন দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই বছর হাওরের বাঁধের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় টাঙ্গুয়ার হাওরে একটি বাঁধ ভেঙে পানি ঢুকছে। তবে খুব ক্ষতির সম্ভাবনা নেই। বাঁধ দ্রুত মেরামতের কাজ চলছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতির কারণে হাওরের শতভাগ বোরো ফসল পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যায়।