পিরোজপুরে ইসলামী ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!
আজ শনিবার পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের শাখায় লাগা আগুন। ছবি : এনটিভি

পিরোজপুর শহরের জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ইসলামী ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ২টার দিকে ব্যাংকের জেনারেটর থেকে অগ্নিসংযোগের সৃষ্টি হলে ৩০ মিনিটের বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মোতালেব সরদার জানান, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে দেখতে পাই আগুনের ধোঁয়া বের হচ্ছে। দ্রুত মেশিন লাগিয়ে প্রথমে নিচ থেকে এবং পরে ছাদে ও ব্যাংকের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনে খুব বেশি ক্ষতি হওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে পুরোপুরি পর্যবেক্ষণ না করে এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’

ইসলামী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান জানান, ‘জেনারেটর থেকে আগুন লেগেছে। আমরা ধোঁয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে আমাদের অগ্নিনিরোধ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু জেনারেটরে তেল থাকার কারণে আগুন কিছুটা ছড়িয়ে পড়ে। তবে জেনারেটর ছাড়া তেমন বড় কোনো ক্ষতি হয়নি।’