পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫
পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০৫ জন।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩০৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭০ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৫ জন। আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বর্তমানে হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। জেলার সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত নেছারাবাদ উপজেলায়।