পুকুরে ডুবে নীলফামারীতে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

Looks like you've blocked notifications!
নীলফামারী থানা। ফাইল ছবি

নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীরা হলো সেখানকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) ও আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)।

মিজানুর স্থানীয় একটি কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে এবং শাওন বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজহারুল ইসলাম জানান, দুপুরের দিকে বেড়াডাঙ্গা বাঁশবাড়ি এলাকায় নিজ বাড়ির পাশে একটি পুকুরে ডুবে যায় দুজন। পরে তাদের উদ্ধার করে নীলফামারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। 

নিহত মিজানুরের চাচা শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তারা দুজনে এক সঙ্গে বের হয়। পরে খবর পাই, পুকুরে ডুবে গেছে। তাৎক্ষণিক পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’