পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

Looks like you've blocked notifications!
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম এলাকায় পুকুরের মরা মাছ। ছবি : এনটিভি

মাদারীপুরের ডাসারে পুকুরে বিষ ঢেলে তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২ মে) উপজেলার নবগ্রাম এলাকায় সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি পংকজ বালার বড় ভাই  নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের  নামে আজ দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত শৎস্যচাষি পংকজ বালা বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছর আমার ঘেরের তিনটি পুকুরে মাছ  চাষ করি। আজ সকালে গিয়ে দেখি আমার ৪০ শতাংশ জায়গা  নিয়ে দুটি পুকুরে একের পর এক মাছ মৃত-অর্ধমৃত অবস্থায় ভেসে উঠছে। একপর্যায়ে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরে কিটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে। আমি ঋণ করে মাছ চাষ করেছি। এই মাছ চাষ করে এখন আমি সর্বস্বান্ত। আমি দুর্বৃত্তদের বিচার চাই।

নিতিশ বালা বলেন, ‘আমার ছোট ভাইয়ের মাছের ব্যবসা নিয়ে অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নটা এভাবে ভেঙে গেল ভাবতে কষ্ট হচ্ছে। যে ঘটনাটি ঘটছে এতে আমি মর্মাহত। দুর্বৃত্তরা এ কাজ করেছে। তাদের শাস্তি চাই।’

প্রতিবেশী অরুণ তালুকদার বলেন, ‘আমার বন্ধু ঋণ করে পুকুরে মাছ চাষ করছে। সকালে যখন দেখতে পেলাম তার দুটি পুকুরে  মাছ মরে ভেসে আছে। আমি অবাক হয়েছি। প্রায়ই এলকার মাছ চাষিদের পুকুর ও ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে থাকে দুর্বৃত্তরা। এভাবে চলতে থাকলে মাছচাষিরা মাছ চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলবে। প্রশাসনের কাছে দাবি জানাই, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।’

ডাসার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, ‘এ বিষয়ে লিখিত  অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’