পুকুর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার, শিবলিঙ্গ উদ্ধার

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বিরামপুর থেকে উদ্ধার হওয়া সীমানা পিলার ও শিবলিঙ্গ। ছবি : এনটিভি

দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮১৮ সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোসরা পলাশবাড়ি এলাকার শ্যাম বর্মণের বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন নন্দী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে কয়েক জেলে মাছ ধরতে নামেন। এ সময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। পরে জালটি পাড়ে উঠানোর পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সীমানা পিলারটি থানায় নিয়ে আসেন।

এদিকে একই সময় উপজেলার পলাশবাড়ি এলাকায় শ্যাম বর্মণের বাড়ি থেকে একটি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি সীমানা পিলার এবং একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সীমানা পিলার ও শিবলিঙ্গ থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে জমা দেওয়া হবে।