পুলিশ আত্মরক্ষার্থে নারায়ণগঞ্জে কাঁদানে গ্যাস ছুড়েছে : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : পিআইডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সারা দেশে বিশেষ উদ্দেশে পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে। পুলিশের ওপর হামলা করেছে। নারায়ণগঞ্জে পুলিশ আত্মরক্ষার্থে সেখানে কাঁদানে গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে।

আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে গুলি ও যুবদলের এক নেতা নিহতের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৩, ২০১৪, ২০১৫ সালে তারা (বিএনপি) যেসব কাজ করেছিল, সেটির নতুন সংস্করণ এখন শুরু করেছে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি সারা দেশে গণ্ডগোল করার পরিকল্পনা করে নানা কর্মসূচি সাজিয়েছে। তারা সারা দেশে পুলিশ ও পথচারীদের ওপর হামলা করছে। মানুষের সম্পত্তিতে হামলা করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের অনুমতি ছাড়া বিএনপি সেখানে রাস্তা বন্ধ করে সমাবেশ করছিল। পুলিশ তাদের রাস্তা বন্ধ করে সমাবেশ না করে দলীয় কার্যালয়ে করার জন্য বলেছিল। সেটি তারা না শুনে রাস্তা বন্ধ করে দেয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা পুলিশের ওপর হামলা করে ও পুলিশ বক্স ভাঙচুর করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে।’