পুলিশ হেফাজতে মৃত্যু : সরাইলে ১৩ জনকে আসামি করে মামলা

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদের (৪০) মৃত্যু হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নজির আহমেদের ভাই মো. জাফর আহমেদ।

আজ শুক্রবার সকালে পুলিশ জানায়, প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নজিরকে প্রহার করা হয়। রাতে তাঁকে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে নজির মারা গেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।