পুলি‌শের উপর জে‌লে‌দের হামলা, আহত ১৬

Looks like you've blocked notifications!
বরিশালে হিজলা উপজেলার মেঘনা নদীতে সবুজ বয়া নামক স্থানে জেলেদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তা। ছবি : এনটিভি

ব‌রিশা‌লের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিয‌ান প‌রিচালনার সময় পু‌লি‌শের উপর জে‌লে‌দের হামলায় পু‌লিশ ফাঁড়ির ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীতে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গু‌লি করে বলে জানা গেছে।

হিজলা নৌপু‌লিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই আভিযানিক দলের উপর হামলা করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছে। এ ছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘আজ সন্ধ্যার দিকে নৌপুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কয়েকটি দল হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিয‌ান প‌রিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ জেলে অভিযান পরিচালনাকারী দলের উপর হামলা করে। হামলায় নৌপু‌লিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছেন। সবারই বর্তমানে চিকিৎসা চলছে।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, আজ সন্ধ্যায় হঠাৎ পুলিশের উপর হামলা হয়। হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।