পেশিশক্তি ব্যবহার করে লাভ হবে না : সিইসি
অহিংস নির্বাচনকে সহিংস করা যাবে না এবং পেশিশক্তির ব্যবহার করে লাভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ রোববার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন সিইসি।
সিইসি বলেন, ‘বিজয় সবাই লাভ করতে পারবে না। সহিংসতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। কেউ পেশিশক্তির ব্যবহার করলে পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’
‘নির্বাচন যুদ্ধ নয়, এটা প্রতিযোগিতা’ উল্লেখ করে সিইসি কুমিল্লা সিটি নির্বাচনে কমিশনার পদপ্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে আপনারা যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা জয় লাভের জন্য আবেগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণ করবেন। আপনাদের আবেগ যেন যুদ্ধের আকার ধারণ না করে। সে বিষয়টি প্রত্যেককে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশনার হিসেবে আমাদের কিছু ক্ষমতা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের প্রার্থিতাও বাতিল করতে পারি। তাই আশা করব, আপনারা প্রার্থিতা বাতিলের মতো কোনো আচরণ করবেন না।’
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রমুখ।