প্রতারণা মামলায় পাঁচ হাজার টাকা মুচলেকায় পৌর মেয়রের জামিন

Looks like you've blocked notifications!
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান। ছবি : সংগৃহীত

প্রতারণা মামলায় পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান। উচ্চ আদালতের নির্দেশে আজ বুধবার নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. জাহেদুল হক জামিন মঞ্জুর করেন।

সৈয়দপুর শহরের বাঙ্গালিপুরের গাউসুল আযম ফারুকীর নিজ বাসার লিফটের নকশা অনুমোদন দেওয়ার নামে মেয়র তার কাছ থেকে এক লাখ টাকার চেক নেন। এরপরেও নকশা অনুমোদন না দেওয়ায় ফারুকী সৈয়দপুর আমলি আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেয়। সিআইডির পরিদর্শক একেএম খন্দকার মহিবুল দীর্ঘ তদন্ত শেষে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় গত ২৮ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত আগামী ১৫ জুন মেয়রকে হাজির হতে সমন জারি করেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নুর আসাদুজ্জামান মিশন।

নুর আসাদুজ্জামান মিশন জানান, মেয়র রাফিকা আখতার জাহান ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়। হাইকোর্টের নির্দেশে আজ নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আগামী ১৫ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।