প্রতিটি চিত্রকর্মের নিজস্ব ভাষা রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি চিত্রকর্মের একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তার তুলির আঁচড়ে সেটিকে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা। 

গতকাল সোমবার (২০ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫ নম্বর গ্যালারিতে প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন এর কালার’স অব লাইফ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কে এম খালিদ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্পীর প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর কিন্তু বাস্তবতা রয়েছে।’

বেসরকারি টেলিভিশন এসএ টিভির উদ্যোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীনের প্রথম একক চিত্রপ্রদর্শনী ২৬ মার্চ পর্যন্ত চলবে।

উল্লেখ্য, প্রদর্শনীতে চিত্রশিল্পীর শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।