প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত পল্লী চিকিৎস আব্দুর রাজ্জাক বিশ্বাসের মরদেহের পাশে পুলিশ। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৭) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক বিশ্বাস চর জগনাথপুর এলাকার মৃত ভাদু বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান মেম্বার সবুজ আলীর সঙ্গে সাবেক মেম্বার জাবেদ আলীর বিরোধ চলে আসছিল। আজ সকাল ৯টার দিকে মেম্বার সবুজ আলীর সমর্থক জহুরুল ইসলাম পাওনা টাকা চাইতে গেলে সাবেক মেম্বার জাবেদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ আলীকে মারধর করেন জহুরুল ইসলাম। পরে জাবেদের ভাতিজা পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন জহুরুলকে বাধা দেন এবং মারধর করেন।

এরপর উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে জাবেদ আলীর সমর্থক আব্দুর রাজ্জাকসহ দুই পক্ষের তিনজন আহত হন। গুরুত্বর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক বিশ্বাসকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’