প্রত্যাশা করব সবাই নির্বাচনে অংশ নেবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমরা প্রত্যাশা করব সবাই নির্বাচনে অংশ নেবে। আলাদাভাবে আলোচনা করার কোনো সুযোগ নেই, আর আলোচনা করেও কোনো লাভ হয় না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন সিইসি।
নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে কমিশন কোনো উদ্যোগ নিবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে আসবে, না আসবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেওয়ার সুযোগ নেই।’
কে এম নুরুল হুদা মাগুরার জগদলে নির্বাচনী সহিংসতায় চার খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এ ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।