প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ আ.লীগের বাঁশমিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জে বাঁশমিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২২ মে) দুপুরে তারা এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেন।
দুপুরে নগরীর ২নং রেলগেট জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় রোববার (২১ মে) রাতে মামলা হয়েছে। রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
এর আগে গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। আড়াই মিনিটের বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আমরা এখন আর ১০ দফা ২৭ দফার মধ্যে নেই। আমাদের এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়কের এই বক্তব্য ভাইরাল হয়