প্রাইভেটকারের ধাক্কায় চবি শিক্ষক নিহত

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

প্রাইভেটকারের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন নিহত হয়েছেন। শুক্রবার মধ্য রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইটের সামনে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন আফতাব হোসেন। প্রাইভেটকারের ধাক্কার বিকট শব্দ পেয়ে লোকজন এগিয়ে আসে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসেন।

তরুণ মেধাবী এ শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করেন। শিক্ষক নিহতের ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণেরও দাবি জানান।

ড. আফতাব হোসেনের স্ত্রী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক। এক বছরের একটি সন্তান রয়েছে তাদের।