প্রিয় মুখ যুবরাজের মৃত্যুতে সুলতানপুরে শোকের মাতম 

Looks like you've blocked notifications!
বান্দরবান পার্বত্যজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত যুবরাজ। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রিয় মুখ যুবরাজকে হারিয়ে সাতকানিয়ার সীমান্তবর্তী বান্দরবান পার্বত্যজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর গ্রামে চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 

চকরিয়া উপজেলার আজিজনগর সংলগ্ন উত্তর হারবাং কলাতলী সিটি গেট এলাকায় ড্রাম ট্রাক ও সবজি ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন সুলতানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে যুবরাজ (৩০)। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শোকে কাতর।

একই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একই গ্রামের  আব্দুস সামাদের ছেলে আব্দুল মোতালেব (৩৭) ও নুরুল হকের ছেলে মো. আব্দুল আজিজ (৩৮)।

জানা যায়, যুবরাজ কর্মজীবনের মালবাহী মাহিন্দ্রাচালক ছিলেন। পাশাপাশি সবজির ব্যবসা শুরু করেন। সবজির মৌসুমে প্রায় প্রতিদিন সন্ধ্যায়ই সুলতানপুর থেকে সবজি নিয়ে চকরিয়া ও মহেষখালীতে যান। 

গতকালও প্রতিদিনকার মতো সবজি নিয়ে যাওয়ার সময় আজিজনগর এলাকায় যুবরাজের সবজি ভর্তি মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন যুবরাজ। আহত হন আব্দুল মোতালেব ও আব্দুল আজিজ। 

স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, গতকাল রাতে নিহত যুবরাজের মরদেহ ভোররাতে সুলতানপুর এসে পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের সূচনা হয়। এলাকার শত শত নারী-পুরুষ যুবরাজের মরদেহ একবার দেখতে ভিড় করে। আজও চলছে সেই মাতম।

এদিকে আজ সকাল ১০টায় জানাজার পর পারিবারিক কবরস্থানে যুবরাজের মরদেহ দাফন করা হয়।