প্রীতির পরিবার ২০ লাখ ও অসুস্থ সানি পেলেন ৩০ লাখ টাকার অনুদান
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২০ লাখ টাকা এবং দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক সোহেল সানিকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হয়েছে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার দুপুরে প্রীতির বাবা জামাল উদ্দিন এবং সোহেল সানির হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় বন্ধুর সঙ্গে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় পাশের রিকশায় থাকা সামিয়ার শরীরেও গুলি লাগে। সে সময় সামিয়ার বাবা জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘একজনকে মারতে গিয়ে আমার মেয়ের শরীরে গুলি লেগেছে। সন্তানের এমন মৃত্যু কোনো বাবা-মা চান না। তিনি বলেন, ‘আমি তো আমার মেয়েকে হারিয়েছি। যা হারিয়েছে, আমার হারিয়েছে। সম্পদ গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু, কোনো প্রাণ গেলে, তা আর ফিরে পাওয়া যায় না। এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইচ্ছে আমাদের নেই।’
প্রীতি বদরুন্নেসা কলেজে উচ্চমাধ্যমিকে পড়তেন। পরিবারের অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিলেন। ১৫ হাজার টাকায় একটি অফিসে চাকরি নিয়েছিলেন তিনি। সেখানে যোগ দেওয়ার আগে মৃত্যু হয় তাঁর।
এ ছাড়া সাংবাদিক সোহেল সানি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তাঁকে সহায়তা করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গত তিন বছরে এ নিয়ে ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক হাজার ১২১ লাখ টাকার অনুদান দেওয়া হয়।