ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১৫-১৬ ঘর

Looks like you've blocked notifications!
ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি পরিবারে ১৫-১৬টি ঘর। ছবি : এনটিভি

ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি পরিবারের ১৫-১৬টি ঘর। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজি ইসমাইল মুন্সীরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ৩টার দিকে শুকুর আলী শেখার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড গরম ও বাতাসে প্রতিকূল পরিবেশ প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়ে। আগন লাগার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ১৫-১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটটি পরিবারের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিস জানায়, রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর একে একে আটটি পরিবারের বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।