ফরিদপুরে ইয়াবাসহ ছাত্রলীগনেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের নেতা আশরাফুজ্জামান জোহা। ছবি : এনটিভি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

আজ রোববার (৯ এপ্রিল) দুপুরে আশরাফুজ্জামান জোহাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার দিনগত রাত ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুজ্জামান জোহাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

এদিকে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় আশরাফুজ্জামান জোহাকে আজ রোববার (৯ এপ্রিল) সকালে সাময়িক বহিষ্কার করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে আশরাফুজ্জামান জোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, ‘সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘ছাত্রলীগে কোনো মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারে না। আমরা আশরাফুজ্জামান জোহাকে ইয়াবাসহ গ্রেপ্তারের কথা শোনামাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।’