ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
বিধিনিষেধ না মানায় ফরিদপুরে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ছবি : এনটিভি

ফরিদপুরে করোনায় গত দুই দিন মৃত্যু সংখ্যা কমলেও আবারও বেড়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজনের করোনা পজিটিভ এবং বাকি ১০ জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে ১৩ জন ফরিদপুরের, চারজন রাজবাড়ীর এবং একজন গোপালগঞ্জের। 

বর্তমানে হাসপাতালটিতে ৩২৬ জন করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৮ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় হাসপাতালে সেবা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।

গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ১৯৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সরকারি হিসাবে এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৩৫ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৯৭ জন। তিনি মনে করেন, করোনার বিধিনিষেধ না মানার কারণেই ফরিদপুরে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।