ফরিদপুরে শান্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে গতকাল শনিবার সকালে হত্যা মামলার আসামি বাচ্চুকে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি : এনটিভি

ফরিদপুরে চাঞ্চল্যকর শান্তা হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী আসাদ ওরফে বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত বছরের ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে সদর উপজেলার দিরাজতুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ইদ্রিস এগ্রো ফার্ম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম শান্তা এবং তার স্বামীর নাম বাচ্চু শেখ (৪০)। তাদের দুজনের বাড়ি মধুখালী উপজেলায়। শান্তা ওই ফার্মের শ্রমিক ছিলেন। তার স্বামী বাচ্চু একই ফার্মের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু ঘটনার পর পালিয়ে যান বাচ্চু শেখ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আসামি বাচ্চু এর আগেও দুটি বিয়ে করেছেন। আগের স্ত্রীদেরকেও নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী শান্তাকে ঘটনার তিন মাসে আগে বিয়ে করেন বাচ্চু। কিন্তু, যৌতুকের টাকার দাবিতে শান্তার ওপর নির্যাতন করতেন এবং একপর্যায়ে তাকে হত্যা করে পালিয়ে যান বাচ্চু। এ ঘটনায় কোতয়ালি থানার মামলা হয়। এরপর র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত শুরু করে এবং পালাতক আসামি বাচ্চু নোয়াখালীতে অবস্থান করছে বলে নিশ্চিত হয়। পরে র‌্যাব-১১ ও র‌্যাব-৮ এর সদস্যরা র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে গতকাল শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় বাচ্চুকে গ্রেপ্তার করে। বাচ্চুর বাড়ি রাজবাড়ী জেলার কানাই মাতুব্বর গ্রামে।’

গ্রেপ্তারকৃত আসামি বাচ্চুকে ফরিদপুর জেলার কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।