ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া রাব্বি ইসলাম। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. রাব্বি ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার অদূরে কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে গ্রেপ্তার করে বলে গতকাল বুধবার রাতে সিআইডির এলআইসি বিভাগের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের জানান। 

মুক্তা ধর বলেন, 'আজ বৃহস্পতিবার তাঁকে ফরিদপুরের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রাব্বি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী তার মামাতো বোন। রাব্বি প্রায় ছয় মাস আগে প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন মামাতো বোনকে। কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে রাব্বি তার দুই সহযোগিকে নিয়ে বাড়ির পাশে বাগানে তাঁর মামাতো বোনকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে হত্যার হুমকি দেন রাব্বি ইসলাম। ওই ছাত্রী বাড়িতে এসে কীটনাশক পান করে। পরে হাসপাতালে ভর্তির পাঁচদিন পর ২৯ আগস্ট সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার। তবে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা জানিয়ে  স্কুলছাত্রী জবানবন্দি দেয়।'

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, 'এ ব্যাপারে তার মা বিউটি বেগম বাদি হয়ে আসামি রাব্বি ও সহযোগিদের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। রাব্বি তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে ওই স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষণে জড়িত তার আরও দুই সহযোগিকে গ্রেপ্তারে অভিযান চলছে।'