ফরিদপুরে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ। ছবি : এনটিভি

গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে বের হয়ে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমানে কোনো নির্বাচনের পরিবেশ এ দেশে নেই। গত নির্বাচনে এদেশের মানুষ ভোট দেয়নি।’ তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।  

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, বিএনপির সংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মোদারেস আলি ইছা, সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন প্রমূখ।