ফেনসিডিলের চালানসহ গ্রেপ্তার ৩

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পিকআপে করে ভারত থেকে আনা ফেনসিডিলের চোরাচালানসহ এই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পিকআপে করে ভারত থেকে আনা ফেনসিডিলের চোরাচালানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ মার্চ) ভোরে আটক করার পর দুপুরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ সময় পিকআপ থেকে ৪৭৫ বোতল ফেনসিডিল ও বহনকারী পিকআপটিকে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আসাদুজ্জামান দুর্জয় (২৩), খাসপাড়া গ্রামের সবুজ (১৯) ও পিকআপচালক পটুয়াখালী জেলার গলাচিপার হারুন (৩২)।

নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ জানান, মাদকের বিরুদ্ধে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল ফেনসিডিল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত হয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ঢুকছে। তথ্য অনুযায়ী ফেনসিডিলসহ পিকআপটিকে আটক করা হয় এবং বহনকারীদের আটকের পর মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।