ফেনীতে আন্তর্জাতিক নারী দিবসে ভিন্নধর্মী আয়োজন

Looks like you've blocked notifications!
ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে শাড়ি ও কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। ছবি : এনটিভি

নারী দিবসে অর্ধ শতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মী পেলেন শাড়ি ও কম্বল। তাঁদের মধ্যে পরিবেশন করা হলো উন্নতমানের খাবার। এভাবেই ব্যতিক্রমী আয়োজনে ফেনীতে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

আজ মঙ্গলবার দিবসটির প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সব আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর আয়োজনে ও ফেনী পৌরসভার সহযোগিতায় নারী পরিচ্ছন্নতা কর্মীরা শাড়ি, কম্বল ও উন্নতমানের খাবার পেলেন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে ও সাংবাদিক আতিয়ার সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা এবং ‘সহায়’-এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমিসহ প্রমুখ।