ফেনীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Looks like you've blocked notifications!
ফেনীর দাগনভূঞা উপজেলায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : এনটিভি

ফেনীর দাগনভূঞা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। উপজেলার বসুরহাট রোডে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন সিরাজগঞ্জ সদরের ফুলবাড়ি এলাকার সোলাইমানের ছেলে জাকারিয়া ও নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে দাগনভূঞার বসুরহাট রোডে ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এরই মধ্যে লাশ দুটি উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হসপাতালের মর্গে পাঠানো হয়েছে।