ফেনীতে সীমিত পরিসরে লকডাউন শুরু

Looks like you've blocked notifications!
ফেনীতেও সীমিত পরিসরে লকডাউনে শহরে মানুষ ও যানবাহনের অবাধে চলাচল। ছবি : এনটিভি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার ভোর থেকে সারা দেশের মতো ফেনীতেও শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। এই লকডাউন চলবে পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত।

আজ ভোরে লকডাউন শুরুর পরই জেলা শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে রয়েছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রজ্ঞাপন অনুযায়ী বন্ধ রয়েছে গণপরিবহণ ও শপিংমল। অফিস-আদালত প্রয়োজনীয় জনবল নিয়ে সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে গণপরিবহণ বন্ধ থাকলেও শহরের রাস্তায় দেখা মিলছে প্রাইভেট পরিবহণ। অনেকে মানছে না লকডাউন, তারা ঘর থেকে বের হয়ে শহরে অবাধে চলাফেরা করছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ফেনীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ জন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ৮১ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন চারজন চিকিৎসক ও সাতজন নার্স।