ফের রাশিয়ায় আলু সরবরাহ করবে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে আবারও আলু আমদানি শুরু করবে রাশিয়া।

ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে আলু আমদানি শুরু করবে।

রাশিয়ান ফেডারেশন এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ফাইটোস্যানিটারি চাহিদা অনুযায়ী নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে উদ্ভিদ সংগনিরোধ ও সুরক্ষায় দায়িত্বশীল বাংলাদেশি কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কির সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের বৈঠকে বাংলাদেশি পণ্যের রপ্তানি পরিসর সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।