বগুড়ায় এনটিভির শীতবস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!

বগুড়ায় সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

কয়েকদিন ধরে জেঁকে বসা শীতের মধ্যে এনটিভি পরিবারের পক্ষ থেকে কম্বল পেয়ে খুশি সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় অনেক মানুষ। তাঁরা এনটিভির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।

বন্যা ও নদীভাঙনে সর্বস্ব হরিয়ে নিঃস্বপ্রায় বগুড়ার যমুনা নদী তীরবর্তী অনেক মানুষ। বন্যায় সাহায্য-সহযোগিতা পেলেও শীতে তাঁদের খোঁজ নেয় না বলতে গেলে কেউই। প্রচণ্ড শীতের সঙ্গে মৃদু হাওয়ায় যখন এখানকার মানুষ চরম দুর্ভোগে, তখনই তাঁদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। চন্দনবাইশা ও কুতুবপুর ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুধু সংবাদ পরিবেশন আর বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষকে এনটিভি’র এ সহায়তা প্রদানকে মহানুভবতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন জনপ্রতিনিধি ও স্থানীয়েরা।

শীতবস্ত্র হাতে পেয়ে অনেকেই খুশিতে কান্নাজড়িত কণ্ঠে এনটিভি’র সফলতা কামনা করেন।