বগুড়ায় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

Looks like you've blocked notifications!
বগুড়ার দুপচাঁচিয়া থানা। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চামরুল ইউনিয়নের বড় কোলগ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মোজাম্মেল হোসেন (৮০)। আর ঘাতক ছেলের নাম আমিনুর ইসলাম ছানা (৪৫)।

স্থানীয়রা জানায়, আমিনুর মাদকাসক্ত। গত কয়েকদিন থেকেই খাওয়া-দাওয়া না করে ঘরেই বসে ছিল সে। আজ সকালে সে বাবার কাছে টাকা চায়। কিন্তু, টাকা দেননি মোজাম্মেল। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছেলেকে খাবার দিতে গেলে আমিনুর তার বাবা মোজাম্মেলকে কোদাল দিয়ে উপর্যুপরি আঘাত করে।

এ সময় মোজাম্মেলের চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক নাছির হোসেন বলেন, ‘মানসিক ভারসাম্যহীন আমিরুল ইসলাম ধারাল কোদালের কোপে তাঁর বাবা মোজাম্মেল হোসেনকে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আমিরুল ইসলাম পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।