বগুড়ায় ছয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

Looks like you've blocked notifications!
বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালায়। ছবি : এনটিভি

বগুড়ায় রাত ৮টার পরেও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ছয়টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে নয়টি প্রতিষ্ঠানকে।

বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার ও জান্নাতুল নাইমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের সাতমাথার লোটো শো-রুম, শেরপুরে রোডে আরএফএল-এর দুটি শো-রুম ও দুটি ফার্নিচারের দোকান এবং একটি টাইলসের দোকানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-১) কর্মীরা সে আদেশ বাস্তবায়ন করেন। একই সঙ্গে নয়টি প্রতিষ্ঠানের এক হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, সরকারি আদেশ বাস্তবায়নে রাত ৮টার পর বিদ্যুৎ বন্ধকরণে (সরকারি আদেশে নির্ধারিত শপিংমল, বিপণী কেন্দ্র ও অত্যাবশকীয় নয়—এমন ব্যবসা কেন্দ্র) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেসকো-১, বগুড়া জেলা পুলিশ ও বগুড়া এপিবিএন-এর সদস্যেরা সহযোগিতা করেন।