বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্রসহ দুইজন নিহত

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কলেজছাত্র রয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন শেরপুর উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আদনান নাহিদ (১৯) তিনি শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নিহত অপরজন হলেন কৃষ্ণপুর নামাবালা গ্রামের সম্পদ কুমার (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক নাদির হোসেন জানান, আদনান ও সম্পদ মোটরসাইকেলে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। মীর্জাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা দুই যুবকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে নিহতদের পরিবারের কাছে মরদেহ হন্তান্তর করা হয়।