বগুড়ায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!

বগুড়ার শেরপুর উপজেলায় জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে বজলু মিয়া (৩০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়া ধাওয়াপাড়া খিকিন্দা গ্রামের আলতাফ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, উত্তর পেঁচুইল গ্রামে ফরিদের মরিচের জমিতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন বজলু। বিকেল ৫টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজলু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’