বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, দুজন আহত

Looks like you've blocked notifications!
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কাতহালি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, আজ বিকেল আনুমানিক ৩টায় দুপচাঁচিয়া থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে সাগর (১৬), আশিক (১৫), শ্রাবণ (১৩) ও মোস্তফা কামাল (৫৫) কাতহালি যাচ্ছিল। এ সময় কাতহালি বাজারের কাছে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাগর, আশিক, শ্রাবণ ও মোস্তফা কামাল আহত হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন সাগর, আশিক ও শ্রাবণের অবস্থার অবনতি ঘটলে তাদের আশঙ্কাজনক অবস্থায় আনুমানিক ৪টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে সাগর ও আশিক মারা যায়। চিকিৎসক জানিয়েছেন, শ্রাবণের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি হাসান আলী আরও জানান, ঘটনার পর পরই ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।