বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে চালানো অপপ্রচার আজও প্রমাণ করতে পারেনি : নৌপ্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে জামথল লঞ্চঘাটে মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল, আজ পর্যন্ত তারা তা প্রমাণ করতে পারেনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা বলেছিল ব্যাংক ডাকাতির কথা, কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ব্যাংক তো দূরের কথা, তাদের কাছ থেকে ১০টি টাকাও উদ্ধার করতে পারেনি জিয়াউর রহমান।’

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে জামথল লঞ্চঘাটে মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জিয়াউর রহমান ’৭৫-এর খুনিদের সরকারি চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন উল্লেখ করে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘কুখ্যাত শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে অপমান করেছিলেন দেশের ৩০ লাখ শহীদকে। শুধু তাই নয়, জিয়ার হাত ধরে ’৭১-এর ঘাতকরা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল।’

‘দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর সরকার নদীর নাব্যতা রক্ষায় নদীশাসনের জন্য সাতটি ড্রেজার এনেছিলেন। এরপর ২০০৮ সাল পর্যন্ত জিয়া, এরশাদ, খালেদা কেউই নদীর নাব্যতা রক্ষায় কোনো প্রকল্প নেয়নি।’-যোগ করেন নৌ-প্রতিমন্ত্রী।  

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সংসদ সদস্য সাহাদারা মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জামালপুর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী জামথল লঞ্চঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন।

উল্লেখ্য, এই ফেরি চালু হওয়ায় নৌকায় ঝুঁকি নিয়ে যমুনা নদী পারাপার হতে হবে না। সাশ্রয়ী খরচে খুব দ্রুত যেমন পারাপার সহজ হবে তেমনি দূরত্ব কমে আসবে ৮০ কিলোমিটার সড়কপথ।