বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফ্রি প্লাস্টিক সার্জারি ৩ ও ৪ মে

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি

জন্মগত মুখমণ্ডল বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রপচার করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আগামী ২৮ এপ্রিল শেখ জামালের ৬৯তম জন্মদিবস। এ উপলক্ষে ৩ ও ৪ মে এই সেবা দেবে মেডিকেল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে। সেবা নিতে ইচ্ছুক রোগীদের সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।