বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাণীমৃত্যুর তদন্তে আরও সময় চায় কমিটি

Looks like you've blocked notifications!
গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করছেন তদন্ত কমিটির সদস্যরা। ছবি : এনটিভি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীমৃত্যুর ঘটনা তদন্তের আরও সময় চেয়েছে কমিটি। আজ বুধবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান সঞ্জয় কুমার ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আজ পার্ক এলাকা ঘুরে নানা তথ্য সংগ্রহ করেছেন। এ সময় তাঁরা মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি ও বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল টিমের সদস্যসহ পার্ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সময় বৃদ্ধির আবেদন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান সঞ্জয় বলেন, ‘গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণিদের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। মৃত প্রাণীগুলোর দেহের নমুনা পরীক্ষার সব প্রতিবেদন ল্যাব থেকে এখনও পাওয়া যায়নি। তদন্তের ধার্যকৃত সময় এখনও অতিক্রম হয়নি। তারপরও তদন্তের স্বার্থে এবং প্রয়োজনে ১০ কার্যদিবস সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’

তদন্ত কমিটির প্রধান আরও বলেন, ‘আগেও পার্ক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বুধবারও পার্কের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত কমিটির যাঁরা আগে পার্ক পরিদর্শন করেননি, তাঁরাও পার্ক পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।’

সাফারি পার্কের নবনিযুক্ত প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, ‘তদন্ত কমিটি ও প্রাণীর চিকিৎসায় বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা বুধবার পার্কের বিভিন্ন স্পট ঘুরেছেন। তাঁরা পার্ক থেকে নানা নমুনা সংগ্রহ করেছেন।’

জানা গেছে, পার্ক পরিদর্শনের সময় প্রাণী বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সদস্যদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রফিকুল আলম, প্যাথলজি অনুষদের অধ্যাপক ডা. মো. আবু হাদী নূর আলী খান ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম এবং গাজীপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দিন উপস্থিত ছিলেন। 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে গত জানুয়ারি মাসের ২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা যায়। অল্পদিনের ব্যবধানে এতো প্রাণীর মৃত্যুর ঘটনায় সব মহলকে ভাবিয়ে তোলে। এরপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। আজ সেই সময় আরও বৃদ্ধির আবেদন করা হলো।