বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

Looks like you've blocked notifications!
বঙ্গভবনে আজ শনিবার সকালে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি : ফোকাস বাংলা

ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১০ বছর দায়িত্ব পালনের পর আজ শনিবার (২২ এপ্রিল) শেষবারের মতো দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। 

এদিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। পরে সকাল ১০টার দিকে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। রাষ্ট্রপতি এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বঙ্গভবন সূত্র জানায়, ঈদের সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি। এরপর অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাষ্ট্রপ্রধান সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।